সুখের চন্দ্রক্ষয়

সুখের চন্দ্রক্ষয়

দ্বাদশী চাঁদ ডুবে যাবার পর যে ম্লান আলো জেগে থাকে পৃথিবীর বুকে
তেমন মলিনতা দেখেছিলাম তোমার রক্তিম মুখে।
শেষ রাতে ডেকে ডেকে সঙ্গীকে খোঁজে যে বিরহী পাখি
তেমনি ভাঙ্গনের সুর শুনেছিলাম তোমার সঙ্গীতে।
সাদা মেঘের উপর দিয়ে খুব ধীর চলে যায় যে জল ভরা কালো মেঘ তেমনি গিয়াছো চলি।
পাড়ে যাবার কড়ি দিয়ে কিনেছিলে সুখ, আঁচলে তুলে তাকে দেখেছিলে কাঁটার কাঁকন ;
দিবা শেষে হিসাবে জরানো পূজার থালায় ফুল খুঁজে পায়নি ভ্রমর, নৈবদ্য হয়নি জমা মানস মন্দিরে।
চেয়ে চেয়ে দেখেছিলাম নয়নজলে চোখের কাজল কপোল তলে কতটা মানায়।

অবশেষে
সবকিছু বৃথা যায় চন্দ্রক্ষয়ের মত
ভালোবাসা এক দিন কৃষ্ণ পক্ষ হয়।

5 thoughts on “সুখের চন্দ্রক্ষয়

  1. 'শুক্লা দ্বাদশী চাঁদ ডুবে যাবার পর যে ম্লান আলো জেগে থাকে পৃথিবীর বুকে
    তেমন মলিনতা দেখেছিলাম তোমার রক্তিম মুখে।'  আমার মুখে তোমার রক্তিম মুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।