প্রয়োজনীয় যাতনা

এই যে তুমি কদিন ধরেই কষ্টে আছ খুব,
নিজের চোখেই দেখছ তুমি আমার ভীষণ সুখ।
বাঁচতে হলে রইতে হলে বলতে গেলে কথা,
কতটা আর কষ্ট চাই ? কতটা ঠিক যাতনা ?

এই যে খুব জ্বলছে আলো, লালের পরে নীল
নিভছে কেমন জ্বলছে যেমন আলোর পরে কালো
তাই তো তোমার কষ্টের পরে আরও কষ্ট এলো।

এই যে আমি চলেই গেলাম, আর এলাম না ফিরে
খুব গোপনে কষ্টে কষ্টে যাচ্ছ বুঝি হেরে ?
কষ্ট কষ্ট এই খেলাতে হেরেই যদিও যাও,
সর্বনাশের বিনাশ হলে দুঃখ যদি পাও
ভ্রষ্ট মায়ায় স্মৃতি হাতড়ে আরও কষ্ট চাও !

4 thoughts on “প্রয়োজনীয় যাতনা

  1. বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম।
    অপার মুগ্ধতায় আপনার লিখাটি পড়ে নিতে দেরীও হলো না মি. অনিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1.  অনেক ধন্যবাদ মুরুব্বি। 

       

      অনেকদিন পরেই এলাম। ব্যস্ততা যাচ্ছে বেশ। 

       

      ব্লগের কিছুটা লে-আউটে পরিবর্তন দেখছি। ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে। 

    1.  অনেক অনেক ধন্যবাদ রবি ভাই। 

      দুঃখিত উত্তর দিতে দেরী হল কিছুটা। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।