প্রভুর প্রতি দায়বদ্ধ
১
বান্দা তোমাকে খুব ভালবেসেছিলাম
তোমার মঙ্গল চেয়েছিলাম
তাই তোমাকে বিপদে ফেলেছিলাম
তোমার এত কষ্ট ছিল দেখে নাও
অনেক তুমি কেঁদেছিলে
অনেক ধৈরযের সাথে অনেক পথ
তুমি হেটেছিলে
দুনিয়ায় তুমি সুখ পাওনি বটে
এখানে তোমার জন্যে সুখ আছে
এই নাও মণি মুক্তোর রাজ প্রাসাদ
সুস্বাদু ফল অগোনীত আনন্দ আছে
তোমার জন্য নিষেধ ছিল যা পৃথিবীতে
এখানে উপভোগ কর সেগুলো অনাদিকাল ধরে
এই নাও তোমার মনে যা চাই তা আছে
আমি সব কিছু সৃষ্টি করেছি তোমার তরে
এখানে কোন বৃদ্ধ নেই কষ্ট নেই রোগ নেই
এখানে শুধু সুখ ও স্বর্গীয় মুহূর্ত আছে
যা তোমায় চিরজীবন ছায়া দিবে
বান্দা পৃথিবীটা অনেক বড় ছিল
তার চেয়েও বড় পৃথিবীর বাইরে যা আছে
অসীম জগতের প্রভু আমি
ভেবে দেখ আমার পুরস্কার ও দান
কত বড় হতে পারে।
২
বান্দা এ যত্ন করে রাখছ শরীর ও চুলগুলোকে
তুলেছ বিল্ডিং বাড়ী করেছ গাড়ী বাড়ী
জান তা এক দিন শেষ হবে
বান্দা একদিন তোমাকে প্রভুর কাছে ফিরে যেতে হবে।
অনেক দিয়েছে তোমাকে প্রভু
তা দিয়ে কি করেছিলে
নিজের জমানো সম্পদ কোথায় খরচ করেছিলে
তোমার সকাল বিকাল কোথায় খরচ করেছিলে
কখনো কি প্রভুর কথা ভেবেছিলে
কখনো হিসাব দিতে হবে তা মনে রেখেছিলে
কখন প্রভুর দানের মাঝে প্রভুকে ধন্যবাদ দিয়েছিলে।
বান্দা তোমাকে বিনা কারনে সৃষ্টি করা হয়নি
বিনা কারনে তুমি কি কিছু তৈরি করেছিলে
তুমি দুনীয়া থেকে কি নিয়ে এসেছ
তা আজ দেখানো হবে।
প্রভু ক্ষমাশীল। ধন্যবাদ আপনাকে লিখাটি পড়ার সুযোগ করে দিয়ে। শুভ সকাল কবি।