যখন কুড়ানোর অবশিষ্ট কিছুই থাকে না

প্রণাম নিও হে পাতার প্রভাব। একটু সবুজ রেখে দিও
আমার জন্য। রাঙাতে চাই। রঙিন হতে চাই, নিজেও
এই জলক্যাম্পে ; এই উনুন উপত্যকায়। বিষ্ণুপ্রিয়ার মুখ
দেখে, চিনে নিতে চাই কুড়িয়ে রাখা শেষস্মৃতি। আবার জয়
হবে, আবার নুয়ে পড়া লতাগুল্মে সূর্যও দেখবে নিজের মুখ-
সেই ভাবনা জিইয়ে রেখে হতে চাই খসড়া স্বপ্নের প্রত্নস্বাপ্নিক।

যখন কুড়ানোর অবশিষ্ট ছিল না কিছুই, তখন তুমিই ছিলে
আমার সংগ্রহে, হে পাতা – হে পৃষ্টার প্রদীপ। তাই আজ তুমিই
আলো দাও। অন্ধ হবার আগে, আমি আবার দেখি। দেখে যাই
এই যন্ত্র ও যন্ত্রণার ছাপচিত্র। আমার গড়ে তোলা অগ্নিঅনুকূলে।

3 thoughts on “যখন কুড়ানোর অবশিষ্ট কিছুই থাকে না

  1. অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।