কার্তিকমহল

কার্তিকমহল []

খুব ভালো না থাকলেও চলে
যে আগুন পাঁজর পুড়ায়, যদি থাকি তার দখলে

আর যদি নদী এসে বাধ্য হয়-সাজায় কোলাহল
তবু এই বনকন্যা প্রজাপতি জানি ছুঁবে কার্তিকমহল

হেমমন্তের পথ থেকে ছায়া খুঁজে যে পথিক যায়
অজানায়, ছড়িয়ে দেয় একা একা নিজেকে অমোঘ মায়ায়

তুমি তো আমাকেও রাখো সে বন্ধনে সারাদিন- সখি !
তুলিকাব্য ডুবে থেকে ছবি আঁকে নিশীথের- যে হলুদ পাখি….

2 thoughts on “কার্তিকমহল

  1. তারপরও শুভেচ্ছা প্রিয় কবি। ধন্যবাদ প্রিয় কবি ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।