অর্থ চাই-অর্থ চাই চলতে ফিরতে অর্থ চাই
অর্থ যখন অনর্থের মূল জীবন বাঁচা দায়
অর্থ দিয়ে ভাল মন্দ দুনিয়ায় করা যায়
অভাবের মাঝে গড়েছি সুখ তাতে ভাই।
শোকর গোজার করি নাকো আরো অর্থ চাই
দুনিয়া নিয়েই ভাবি শুধু পরকাল ভুয়ে যায়
অসৎ অর্থই গড়া সংসার তিলে তিলে ছাই
সন্তানাদি নষ্ট পিতার উপরি ইনকাম ভাই।
অর্থের অহংকারে কারো মনুষ্যত্ব নাই
সমাজে সেই ধনী লোক অর্থ আছে তাই
গরীব ঘরে সম্মান আছে অনেকের নাই
সম্মান বিধ্বংসী অর্থ ভবিষ্যৎ না চাই।
চলব ভাই সৎ ভাবে কষ্টে উপার্জন হবে
জীবনে পথ চলা সারাক্ষণে শপথ ভবে
রাতে চোখে ঘুম নাই ঋণ মহাজন তাই
জীবনের তরী ভিড়াতে শৈশব যুদ্ধ ভাই।
খোদা সহায় হলে সৎ অর্থে হবে জয়
তবু মনে ভয় মানবতা না হয় ক্ষয়।
-০-
০৮-১০-১৭ রাত ১১.১৩ মিনিট
অসাধারণ! লিখেছেন শুভেচ্ছা শুভ কামনা রইল।
'খোদা সহায় হলে সৎ অর্থে হবে জয়
তবু মনে ভয় মানবতা না হয় ক্ষয়।' ___ সহমত জানাই বাসেত ভাই।