আগে কিছু দিন শব্দনীড়ে ছিলাম, মাঝে এডমিন ‘মুরুব্বী’ আজাদ কাশ্মীর জামান ভাই একা’র পক্ষে সাইড চালনো সম্ভব না হওয়ায় বন্ধ হয়ে যায়। আবার ফিরে ফেলাম ধন্যবাদ শব্দনীড় পরিবারের সবাইকে। আছি এবং থাকবো পাশে।
6 thoughts on “শব্দনীড়ে ফিরে এলাম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
রবি ভাই, আপনাকে শব্দনীড়ে পেয়ে ভাল লাগছে।
কয়েক বছর আগে ছিলাম, মাঝ খানে আর্থিক সঙ্কটে সাইডটি বন্ধ হয়ে যায় খুব খারাপ লেগেছিল, যাক আবার ফিরে এসেছে খুব ভালো লাগছে।
শব্দনীড় এ স্বাগতম মি. ফয়েজ উল্লাহ রবি। নতুন পুরোনোয় শব্দনীড় থাক মুখরিত।
ধন্যবাদ প্রিয়।
শব্দনীড়ে নতুন করে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।