একদিন পাশেই তো ছিলে
অবরুদ্ধ আমি বন্দী আমি তবু নই একা
খুঁজে ফিরি আলো ভরা নক্ষত্রের দেশে;
অথচ পাশেই তো তুমি, পাই না দেখা
সতত ডাক গাও গান কত ভালোবেসে।
সতত ভাবি, পেয়েছি যে অমূল্য জীবন
ব্যর্থতায় ডুবে গেছি, কি সে অপরাধে;
তুমিই তো ছিলে ঘরে, পাশে প্রতিদিন
তবুও জড়িয়ে কেন ভুলে বিপদে ফাঁদে।
জানি চলে যাবে তুমি, তারা ভরা নীলে
বিশাল প্রান্তরে ভাসবো একা অশ্রুজলে;
সান্ত্বনা তবে একদিন পাশেই তো ছিলে
হবো যে হিম, ঝরে যাবো তিলে তিলে।
সুন্দর এবং পরিচ্ছন্ন লিখা প্রিয় কবি। জন্মদিনের শুভেচ্ছা জানবেন।

অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা সব সময়।