ঊর্ণি চূর্ণি ২৬
আমাকে দেখেছ তুমি কাষ্ঠশালির পাখি বিলে
উচ্চকিত পাখির ডাকে অনন্য মায়াবী এক
পূর্বনির্ধারিত রূপকথায়!
দেখেছ! ছুঁয়েছ তুমি স্পর্শকাতর ক্ষতের
আপাত নিশ্চুপ কিছু জন্ম অথবা মৃত্যু বৃত্তান্ত,
ঘোর নিম্নচাপের অসম মেঘের চাদর ঢেকে শুয়ে
পড়া উন্মাদ পৃথিবীর সূক্ষ্ম কোনো খাঁজে!
দেখেছ কখনো রক্তচেলি আবরণে
মুখ ঢেকে এসে চার হাতের তাম্বুলমার্জিত
অসময়ের শুভদৃষ্টি তে এরকম কোনো
ধীরা সন্ধ্যার অকৌশলি সাদাকালো ভাঁজে!
আমাকে দেখেছ তুমি। আমাকেই দেখেছ তুমি
আমাকে ছুঁয়েছ তুমি বাস্তুহারা অধীর বেদনায়
আমাদের দ্বিরাগমণের স্থিরীকৃত শুদ্ধ কৃৎ কথায়।
'ঊর্ণি চূর্ণি
আমাকে ছুঁয়েছ তুমি বাস্তুহারা অধীর বেদনায়

আমাদের দ্বিরাগমণের স্থিরীকৃত শুদ্ধ কৃৎ কথায়।'
খুব সুন্দর৷ ভালোলাগা রেখে গেলাম৷