দেরী কত মুক্তি পেতে

দেরী কত মুক্তি পেতে

তোমরা মারছো যাদের পুড়িয়ে
পাবে নাকো কিছু গা ঝলসিয়ে;
সঙ্গী সাথি ওদের, শুধু যে কষ্ট
বারোমাস দুঃখ জ্বালায় আড়ষ্ট।

নিঃসঙ্গ ওরা রাস্তায় কাটে জীবন
কি বা আছে করতে এলে হনন;
ওরা তো পান করে বিষ সতত
থাকে বুভুক্ষু নির্বাক পিপাসার্ত।

ওদের কাছে কখনো নেই সুখ
কই পাবে বিত্তদের মত ভোগ;
ওরা নিঃস্ব, কিছু নেই ঝুলিতে
ভাবনা, দেরী কত মুক্তি পেতে।

3 thoughts on “দেরী কত মুক্তি পেতে

  1. দেশীয় প্রেক্ষাপট ভাবলে এই মুক্তির অপেক্ষা বয়ে বেড়াতে হবে আজন্মকাল। তারপরও এই নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের। কমাতে হবে শ্রেণি বৈষম্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. যথার্থই বলেছেন শ্রদ্ধেয় মুরুব্বী। ধন্যবাদ অনেক ও শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।