ফেলে এসো পাপ অতীত
যে ল্যাম্পপোস্টেরা কক্ষনো স্নেহ মিশিয়ে
ডাকেনি তোমাকে
যে লালপিপড়ের দল কেবলই দিয়েছে হাতে তুলে
বিষাক্ত হেমলক,
সন্ধ্যের হাতছানিতে বিভ্রান্ত হয়ে কেন তাদের
সমীহ কর?
দীর্ঘ সময় লাফিয়ে হেঁটেছে রণপা পরে
কখনো অসুস্থ-
দীর্ঘ অনাদরে তোমার যোনিমুখ ছোট হয়ে
প্রায় বন্ধ,
যে হাত মাথায় থাকা উচিৎ ছিল বটের আশ্বস্ততায়
সেই ঘাতক ছিল
সমস্ত সুকৃৎ টেনে ছিঁড়েখুড়ে তোমাকে ফেলেছিল
দুর্গন্ধময় আস্তাকুড়ে,
আজ এই মিশকালো রাতে কোনো আঙুল
উঁচিয়ে এলে
গভীর আত্মপ্রত্যয়ে তন্দ্রা ঝেড়ে ফেলে সেই উদ্ধত
আঙুল মুচড়ে দাও।
জরায়ুর স্বর্ণকোটরে বীরত্বের সঙ্গে লালন কর
আগামীর কর্ণ,
এই নিবিড় ঘন আদর জড়িয়ে নাও মমতায়
শীত রাতে।
'গভীর আত্মপ্রত্যয়ে তন্দ্রা ঝেড়ে ফেলে সেই উদ্ধত
আঙুল মুচড়ে দাও।
জরায়ুর স্বর্ণকোটরে বীরত্বের সঙ্গে লালন কর
আগামীর কর্ণ,
এই নিবিড় ঘন আদর জড়িয়ে নাও মমতায়
শীত রাতে।'