শমচিন দৃশ্য : বাংলা লতিফা (৩)

শমচিন দৃশ্য : বাংলা লতিফা (৩)

শমচিন দৃশ্যটাই বড়,মন ভাদুঘর ছোট ঐখানে রয় ছবি-
ছবিতে মজা করো, ফেনা তুলো রাস্তার মোড়ে সবি!

বৃষ্টি চঞ্চল মুখ পরে রৌদ্রদুপুর সাজে ছায়া নীড়
তবু সৃষ্টি সঞ্চয়, ফলস আসে বসন্ত ফাল্গুনে বীর;

এঁকে যা সুবাস লতা ডালে ডালে, ঝর্ণা আইলে শিশির-
অতঃপর ধরণীর এপার ওপর শমচিন দৃশ্যটাই নিবির।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শমচিন দৃশ্য : বাংলা লতিফা (৩)

  1. সুন্দর কনসেপ্টের ধারাবাহিক শুরু করেছেন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।