শমচিন দৃশ্য : বাংলা লতিফা (৩)
শমচিন দৃশ্যটাই বড়,মন ভাদুঘর ছোট ঐখানে রয় ছবি-
ছবিতে মজা করো, ফেনা তুলো রাস্তার মোড়ে সবি!
বৃষ্টি চঞ্চল মুখ পরে রৌদ্রদুপুর সাজে ছায়া নীড়
তবু সৃষ্টি সঞ্চয়, ফলস আসে বসন্ত ফাল্গুনে বীর;
এঁকে যা সুবাস লতা ডালে ডালে, ঝর্ণা আইলে শিশির-
অতঃপর ধরণীর এপার ওপর শমচিন দৃশ্যটাই নিবির।
সুন্দর কনসেপ্টের ধারাবাহিক শুরু করেছেন প্রিয় বাউল কবি মি. সরকার।