ফেইসবুক…
তোমাদের কালে তোমরা যখন
খেলেছ পুতুল খেলা
আমরা এখন সেই বয়সেই
ফেইসবুক করি মেলা…
কাটাই সময় লাইক মেরে মেরে
কমেন্টে দেই ঝাঁকি
ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রেখে
ইনবক্সে রঙ মাখি
স্ট্যাটাস পাল্টাই মিনিটে মিনিটে
প্রফাইল ছবিও পাল্টাই
ফটোশপের ম্যারপ্যাচ দিয়ে
ফেইসবুকে মারি ফালটাই
চিনি না যাদের বন্ধু বানাই
তাদের চড়াই ঘাড়ে
আসল বন্ধু ফেইসবুকে নাই
তারে আর ডাকি নারে
ডিজিটাল যুগে ডিজিটাল হই
এনালগ দূরে কাঁদে
আসল বন্ধুর নীল চিঠি খানা
আটকে যে যায় ফাঁদে
আটকে গেছি ফেইসবুক ফাঁদে
বাচার যে পথ নাই
মহামারি থেকে কি করে বাচব
কোন পথে বলো যাই…
প্যারডি লিখা
ভাল লেগেছে।