যেদিন আমার প্রথম কবিতাটি সম্পাদক
কর্তৃক ধর্ষিত হয়েছিলো,
সেদিন আমি কিছু বলিনি।
এখনও মাঝেমাঝে ধর্ষিতা হয় না এমন নয়,
এখনও কি আমি কাউকে কিছু বলেছি, বলিনি!
আমি কেনো কিছু বলবো?
ভ্রমর যখন ফুলকে ধর্ষণ করে ফুল কি কিছু বলে?
রাত যখন রাতকে ধর্ষণ করে সে কি কিছু বলে?
দিন যখন দিনকে ধর্ষণ করে সে কি কিছু বলে?
আমি কেনো কিছু বলবো?
মায়ের সামনে যখন মেয়ে ধর্ষিত হয় কেউ কি কিছু বলে?
মেয়ের সামনে যখন মাকে ধর্ষণ করা হয় কেউ কি কিছু বলে?
বাসের পাটাতনে যখন সখিনার সতীচ্ছেদ করা হলো,
তখন কেউ কি কিছু বলেছিলো?
আমি কেনো কিছু বলবো?
কবিতা কর্তৃক যখন কবিতা ধর্ষিত হয়
কবি কর্তৃক যখন কবি ধর্ষিত হয়
কবি কর্তৃক যখন কবিতা ধর্ষিত হয়
কেউ কিছু বলে না, আমি কেনো কিছু বলবো?
আমার মাত্র দুটি চোখ আছে
সমাজের মাথার চারদিকে চোখ, মুখ, হাত, পা আছে
আমি চাই সমাজ কিছু বলুক
আমি চাই সমাজ কিছু করুক।।
লিখাটি আমি পড়েছি কবি। অসাধারণ লিখেছেন। অভিনন্দন জানিয়ে রাখলাম।
শুভ সন্ধ্যা।
অফুরান কৃতজ্ঞতা ভাইয়া।।
লিখাটি নির্মাণ শৈলী চমৎকার!
ভাব টা অন্য রকম লাগছে- কবিতা তো স্ত্রী বাচক নয়
সেই কবিতা সেই কবিতা নয় প্রিয়কবি।।