ছিলাম নির্জনে বড় একা,
হঠাৎ মনের অলিন্দে দিলে দেখা।
ছিলাম অন্ধকারে ঢের এলোমেলো,
তোমার ভালোবাসা ছন্দ নিয়ে এলো।
ছিলাম যন্ত্রণায় ভীষণ জ্বরোজ্বরো,
তোমার ছোঁয়ায় আজ বর্ষণে ঝরোঝরো।
ছিলাম স্বপ্নহীন বিছিন্ন বদ্বীপ,
তুমি এসে জ্বালালে বাসনার প্রদীপ।
3 thoughts on “ভালোবাসার কাব্য – সাত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দীর্ঘ বিরতির পর আবার আপনার লিখা পড়ার সুযোগ হলো। অভিনন্দন মি. মোঃ সফি উদ্দীন। আমি আপনার খোঁজ নেবার চেষ্টা করেছি। পারিনি। ভেবে নিয়েছি ব্যস্ততার জন্যই হয়তো আপনাকে পাচ্ছি না। আশা করবো ভালো ছিলেন।
এবার নিয়মিত পাশে থাকুন কবি। আমাদের ভালো লাগবে। টেক কেয়ার।
Thanks for your concern. Indeed, I am not in good health.
এমনটাই অনুমান করেছিলাম স্যার।