আমার আমিত্ব : বাংলা লতিফা
কেমন গড়েছো বিধি ! তোমার সৃষ্টি উজ্জ্বল অপার;
সবাই চায় আমিও চাই সেই মানুষ সমাজ আর দেশটাই!
যার বিবেকবোধ চিন্তাচেতনাতে আছে শুধু সু-ফুলেল-
নিজের মধ্যে খোঁজে পাওয়া আবিরাম আমার আমিত্বেই;
কি বোধ চেতনায় ঈশ্বর তরুলতা সূর্য্য চন্দ্র দিয়েছো ?
দেখছি নয়ন ভরে ভরে দেখছি না আমার আমিত্বেই।
'কি বোধ চেতনায় ঈশ্বর তরুলতা সূর্য্য চন্দ্র দিয়েছো ?
দেখছি নয়ন ভরে ভরে দেখছি না আমার আমিত্বেই।'
___ অসাধারণ প্রিয় বাউল কবি মি. সরকার।