আমার আমিত্ব : বাংলা লতিফা

আমার আমিত্ব : বাংলা লতিফা

কেমন গড়েছো বিধি ! তোমার সৃষ্টি উজ্জ্বল অপার;
সবাই চায় আমিও চাই সেই মানুষ সমাজ আর দেশটাই!

যার বিবেকবোধ চিন্তাচেতনাতে আছে শুধু সু-ফুলেল-
নিজের মধ্যে খোঁজে পাওয়া আবিরাম আমার আমিত্বেই;

কি বোধ চেতনায় ঈশ্বর তরুলতা সূর্য্য চন্দ্র দিয়েছো ?
দেখছি নয়ন ভরে ভরে দেখছি না আমার আমিত্বেই।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “আমার আমিত্ব : বাংলা লতিফা

  1. 'কি বোধ চেতনায় ঈশ্বর তরুলতা সূর্য্য চন্দ্র দিয়েছো ?
    দেখছি নয়ন ভরে ভরে দেখছি না আমার আমিত্বেই।'

    ___ অসাধারণ প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।