এবং মানুষ! (উৎসর্গ : জায়েদ হোসাইন লাকী)

আমি মানুষ
আমি কত্তো সুন্দর এক মানুষ
আমার আছে দুটি হাত, আছে দুটি চোখ
চোখ মেললেই দেখি আমার মায়ের মিষ্টি মুখ
আমি হাতের উপর হাত রেখে খুঁজে পাই স্বর্গ সুখ

আমি মানুষ
মানুষের মাঝে অবহেলার, মানুষের মাঝে নিন্দুক
জন্ম যেমন মৃত্যু তেমন আমি এক পৃথিবীর এক মুখ
কখনো সুখে, কখনো হতাশায়, কখনো বা মহুয়ার মদে
আমি ব্যাচেলর ব্যালকনির আকাশসম উম্মুক্ত এক বুক

আমি মানুষ
আছে সব, তবুও কিচ্ছু নেই, আপন হুশে আমি বড্ড বেহুশ
ভুলে যাই পিতা-মাতা, ভুলে যাই স্ত্রী সন্তান ঠিক এর উল্টোও
আমি আশরাফুল মাখলুকাত; মরাকে আমি জ্যান্ত করি জ্যান্তকে করি মরা

আমি মানুষ
সত্তা ভুলে মত্তা থাকি ধর্ম ভুলে বানাই ধর্ম, পরিচয় দিই আমি এক মস্ত বড় নাস্তিক
মাটি ফুড়ে আমার অঙ্কুরোদগম, মাটি ফুড়েই হবে গমন বলি কত রকম
নিঃশ্বাস যখন মাকড়শার জালে, চোখে সহস্র ছানি, খুঁজে ফিরি তখন জীবনের আলো
প্রভু তুমি আছো বুঝে গেছি আমি…

আমি মানুষ
পৃথিবীর বুকে ক্ষমতার বলে সৃষ্টিকে করি অবিশ্বাস, স্বার্থের দরুণ
ধর্মের পর ধর্ম, কর্মের পর কর্ম করি পরিবর্তন, অবশেষে তবুও আমি মানুষ
অমানুষ কিংবা নামানুষে মানুষ!

ফিরে এসো হে মানুষ
দ্যাখো আমি কত সুন্দর, কত সুন্দর পৃথিবী, সবুজ শ্যামলে ভরা পল্লীর প্রান্তর
একবার, একবার মা-কে মা বলে দ্যাখো পৃথিবীর বুকে নেই কোনো অসুখ
আমি মানুষ, মানবিকতায়, শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে-গুণে সৃষ্টিকে করি জয়
এসো বুকে হাত রেখে বলি আমিও মানুষ!

উত্তরা, ঢাকা-১২৩০, ২৯১০২০১৭ রাত: ০০:১০।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

1 thought on “এবং মানুষ! (উৎসর্গ : জায়েদ হোসাইন লাকী)

  1. অভিনন্দন জানাই প্রিয় কবি জায়েদ হোসাইন লাকী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
    লিখাটি শুধু কবিতাই নয় … কবিতার চাইতেও বড় কিছু। আমার ভালো লেগেছে। Smile

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।