কোষাগারে
ঝিনুকের দল, ফলায় সোনার ফসল
নীরবে সহে কি নিদারুণ কষ্ট;
রোধ করে ঢল, নেই শক্তি মনোবল
কোন দাবি নেই তবু পরিপুষ্ট।
সমুদ্র বেলায়, তাদের লাশের খেলায়
মত্ত সবি, কষ্টে ওদের জীবন;
ফেলে যায় তবু উপহার ধরার মেলায়
বুক চিরে পাই মোতি ঢৌকন।
পড়ে রয় অগণিত কত মৃত, সৈকতে
লাশ কাড়াকাড়িতে ঐ মানুষ;
কত আদরে, লোভে তুলে নেয় হাতে
কঙ্কাল ছুরতে হয় যে বেহুশ।
ক্ষুদ্র প্রাণীর কে দেয় দাম এ জগতে
বাঁচে ওরা অসহন ভয় ডরে;
কেউ ভাবি না, কখনও ওদের হিতে
যদিও ভাগী বিশ্ব কোষাগারে।
'ক্ষুদ্র প্রাণীর কে দেয় দাম এ জগতে
বাঁচে ওরা অসহন ভয় ডরে;
কেউ ভাবি না, কখনও ওদের হিতে
যদিও ভাগী বিশ্ব কোষাগারে।' __ সুন্দর প্রিয় কবি।
অনেক সুন্দর।