শীতের প্রথম শীত
শীতের আরম্ভ-শ্বাস দুলে ওঠে কঙ্কাল-তারায়
উৎপন্ন হয়েছে হিম ভোরপাত্রে, শালিখে, দূর্বায়।
পিপারমেন্টের জিভ ছুঁয়ে আছে বাতাস-ধমনী
শীতের প্রথম মোর্চা, জমায়েত আমার পাড়ায়।
কুয়াশা শীতের: তাকে কেন কেউ সু-আশা বলোনি?
খাদে জিপ গড়াবে না যদি জেনে রাখো সুবচনী।
নারকোল-ডাঁটি জুড়ে সেতারের পুরু ঘাট কাটা
কাঁচা পাঁউরুটি-রোদ, জেলি নেই, গরীব কলোনি।
শীতের জলসা — তার বাষ্পমাঠে একা তবলাটা
বাজে… বাজে… শুয়ে আছে কপালে গানের কুশ গাঁথা
যে-গায়ক। শীতের পায়ের জল লেগে মুখে, গা-য়।
ওর নাড়িনক্ষত্রকে ছিঁড়ে, হিম, আকাশেই পাঠা।
ছবি “শীত” — শিশির ও কুয়াশা সাহসী ভূমিকায়!
শীতের আরম্ভ-বোল ফুটে ওঠে আমার খাতায়
1 thought on “শীতের প্রথম শীত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।