নিরেট প্রদীপ রেখা
ছুঁয়ে
যায়
ধ্রুপদী মুখ
চোখের কোটরে জমে থাকা
শীতল সুখ
ছুঁয়ে যায়…
সংগুপ্ত উত্তাপ…ঘর্মার্ত বুক…
নীলকণ্ঠী রাত
নিপাট অন্ধকার
মৃদু হাওয়া
খেলা করে সুগন্ধ মোহন চুলে…
গ্রীবার উপর আমার তপ্ত নিশ্বাস-
আচমকা ! বাঁধ ভাঙ্গা জোয়ার…
তোমার
রুদ্ধ
কপাটে পড়ে…
টোকা !…
দা উ দু ল ই স লা ম
হাতে গোনা কয়েকটি শব্দ। তারপরও কবি অনুভূতির শাব্দিক অনুভব অসাধারণ প্রকাশ।
সালাম ও শ্রদ্ধা গ্রহন করুন
দৃঢ় হোক ভালোবাসা <3