বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি

ওরা আসে
ফের চলে যায়…
বিদেশ বিভূঁইয়ে- দূর প্রবাসে
ওদের কাড়াকাড়ি অর্থ বিত্ত
দামী বাড়ি গাড়ী,
ঢের সারা স্বপ্ন ফেরি
পারফিউমের সুবাসে মাতায় চিত্ত!

আমি পড়ে থাকি আমার মৃত্তিকায়, একা একা গল্প করি-
স্মৃতি বিন্যাসে
নীরব দীর্ঘশ্বাসে!…

ফিরি ভাটির কূলে, শিশির ভেজা ঘাসফুলে, পান্তা ভাতে, বাসী ঝোলে,
হাঁটি-
যখন বাতাসের প্রতিকূলে থমকে যায় নৌকোর পাল, যখন জিলের জলে
বকের ছায়া মায়া লুটে!
হেমন্তের আঁচলে ধূসর বিকেল, জঙ্গলে পাখির কিচিরমিচির, অতল অনলে
ভস্ম মাটির পিঞ্জিরা, হৃদয় কাঁদে গোপন চোটে!!

ওরা বিদায় নেয়, ফি আমানিল্লাহ… ভাল থাকিস
– ইনশাল্লাহ…
ওরা জানে না, আমি জানি-
বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি!

দিন কাটে। মিনিটে মিনিটে…
জানতে পারিনা কেমন করে বয়স বাড়ে, গড় হারে বাড়ে স্মৃতি,
দেনা- পাওনা, ক্ষুধা-ব্যঞ্জনা…
পাপে-নিষ্পাপে
হিসেবে বেহিসাবে বাড়ে দামাল বেলার অনুশোচনা !
এসবেও আঁকড়ে রাখি
মীনাক্ষী ভাসে অশ্রু জোয়ারে…মর্মরে মনোবন্দনা, পিয়াসীর তৃষা

আমি যে খুব সাধারণ মানুষ… দিন দরিদ্র, গরিবানা ভালবাসা…।

দা উ দু ল ই স লা ম
২৭.১১.১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি

  1. বলার অপেক্ষা রাখে না যে, আপনি ভালো লিখেন। বরাবরই আপনার লিখার ভক্ত আমি।

    আজকের লিখার বক্তব্য এবং আকুতি … সঙ্গে অসাধারণ প্রচ্ছদের ব্যবহার; লিখাটিকে দিয়েছে অনন্য এবং স্বতন্ত্র মাত্রা। লিখার সাথে যেন একাত্মা হয়ে গেলাম স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার লিখা অপূর্ণ তগেকে যায় 

      যদি

      আপনি না পড়েন।

      আপনার পাঠে কবিতা পূর্ণতা পায় এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা জানবেন স্যার।

      শুভেচ্ছা…

  2. ”আমি যে খুব সাধারণ মানুষ… দিন দরিদ্র, গরিবানা ভালবাসা…।”

     

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।