স্বাধীনতার ছায়া
গাছ দাঁড়িয়ে
আমি দাঁড়িয়ে
সূর্য হেলন চেয়ারে
ছায়ায় ছায়ায় কথা বলে
ছায়ায় দাঁড়িয়ে।
তাঁর ছায়া কথা বলে
কান্না হাসির পরে
আমার ছায়া আমার ঘরে
থাকে দূরে সরে।
আমি গুনি দিনপুঞ্জি
সে গুনে বসন্ত
চলন্ত এ মূর্তিগুলো
মৃত্যুকে করে জীবন্ত।
অতঃপর,
ছায়ায় ছায়ায় সন্ধি করে
চন্দ্র-সূর্য কেঁদে মরে
হাসি-ঠাট্টার অবুঝ কলঙ্ক
জন্মভূমির গা-গতরে।
স্বাধীনতা পরাধীনতার কথা বলে
নামানুষের ভালোবাসা ছলে বল-এ।
সুন্দর কবিতা।শুভেচ্ছা রইল কবি
'অতঃপর,
ছায়ায় ছায়ায় সন্ধি করে, চন্দ্র-সূর্য কেঁদে মরে
হাসি-ঠাট্টার অবুঝ কলঙ্ক, জন্মভূমির গা-গতরে।
স্বাধীনতা পরাধীনতার কথা বলে, নামানুষের ভালোবাসা ছলে বল-এ।'