বাবা কিছুক্ষণ লড়াইটার মাঝখানে বসে রইলেন। এক সময় চাপা গলায় বললেন,
– অসম্ভব!
কর্তা পুরুষ নিজের অজান্তে ঘোষনা দিয়ে ফেললেন। বিদ্রোহ সইবেন না।
কেউ জিজ্ঞেস করল না কি অসম্ভব। সবাই বুঝতে পারছিল, একসাথে থাকা অসম্ভব। মা আসলেই রুপার জেদ সইতে পারছিলেন না। প্রতিদিনের বিরোধের সাক্ষী হওয়া বাবা আর শফিকের জন্যও কঠিন ছিল। আড়ালে আরো কত সত্য ছিল কে জানে।
শফিক অতটুকু শুনেই বলল,
– তাহলে আমরা আপনার সাথে না থাকি?
অবচেতনে শফিক কি নিজের একটা রাজত্ব চাইছিল? বাবা কি তা বুঝলেন? কেন বললেন না,
– ঘরটা ভেঙ্গো না।
জাস্ট জিস্ট। পূর্বাপর অথবা অপরাপর নয়; ডিরেক্ট ঘটনা। এবং অর্থবহ সংলাপ।
আমাদের ঘর আমাদের সংসার এভাবেই ভেঙ্গে ভেঙ্গে অণূ হতে থাকে। গ্রেট মি. মামুন।
হ্যা ভাইয়া, এভাবেই সব ভেঙ্গে অণুতে পরিণত হয়।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
শুভ সকাল মি. মামুন।