বসন্ত দিন আসবে বলে
বসন্ত আসবেই সুখের ঘরে
খেলার ছলে। শীতের এমন
শক্তি কিবা শক্ত করে
জাপটে ধরে, বসন্ত ফুল
ফুটবে যখন তোমার
আমার সুখের ঘরে।
আসবে বলে সাজিয়ে রাখি
আমার ঘরের গৃহস্থালি,
ফুল দানিতে রং এর বাহার
খাবার ঘরে অনেক আহার,
দোলনাটাতে মাদুর বিছাই
দেয়াল জুড়ে আকাশ সাজাই,
চুলগুলিকে দুই বেনুনী,
মাঝ কপালে চাঁদের ফোঁটা
ঠোঁটের ভাজে রং এর ছটা,
চোখের কোনে কাজল আঁকা,
গলার খাজে সাতনড়ি হার
হাতের মাঝে চুড়ির বাহার।
আসবে বলে সাজিয়ে রাখি
অনেক দিনের কষ্ট জমাট,
একলা থাকা বিছানো খাট,
তোষক,বালিশ, লেপের কভার
আর বুকের মাঝের কিছুটা ভার।
আসবে বলে ফুলকে তুলি
ফুলগুলোকে সুতোয় বুনি
ভুলগুলো সব হাওয়ায় ওরে
রাত্রি শেষে অনেক ভোরে।
খুশির তোরে মনকে নাচাই
কুয়াশা সব সরিয়ে দিয়ে
পেঁজা তুলোয় আকাশ ভাসাই।
আসবে বলে একলা থাকি
একলা হাঁটি বিরান পথে
হাতের মাঝে হাত খুঁজে যাই
বসন্ত দিন আসবে বলে।
'ফুলগুলোকে সুতোয় বুনি …
ভুলগুলো সব হাওয়ায় ওরে … রাত্রি শেষে অনেক ভোরে।
খুশির তোরে মনকে নাচাই …
কুয়াশা সব সরিয়ে দিয়ে … পেঁজা তুলোয় আকাশ ভাসাই।'
_ মন ভালো করে দেয়া লিখা। বসন্ত দিনের অপেক্ষা বাড়ে শব্দ-বন্ধু খেয়ালী মন।
অনেক ভালো লাগল
আসবে বলে একলা থাকি
একলা হাঁটি বিরান পথে
হাতের মাঝে হাত খুঁজে যাই
বসন্ত দিন আসবে বলে।
অপূর্ব লাগল। শুভেচ্ছা।
লেখার সাথে সাথে প্রচ্ছদটাও ভালো লাগলো কবি দা।