আনন্দ-বেদনা শোকগাঁথা

আনন্দ-বেদনা শোকগাঁথা

একে একে চলে যায় প্রিয় মানুষজন
ফেলে রাখে দিনকালের চেনা-অচেনা ইতিহাস,
উত্তরের মেঘে ভেসে ভেসে এলে কতক চড়ুই
আঙিনায় নেমে কুড়োতে থাকে স্মৃতিকণা জ্বল জ্বল।

বর্ণিল সময়ের জানা-অজানা নান্দীপাঠ
সুর তাল লয় প্রিয় গানের প্রগলভ স্বরলিপি
সব শেষ করে সহসা সাধুজন হারায় কোথায়,
হামলে পড়ে বেদনা বুকের জমিন আঁচলতলায়
ঠুকরে বের করে আনে অশ্রুনীল রক্তধারা…
দীঘল বিকেলের আকাশ হয়ে পড়ে আনমনা।

আমাদের শোকসভা স্থির-নিশ্চুপ-নীরব
মনের গহিনে কথামালার স্রোতোধারা উদবেল,
আকাশগঙ্গায় একাকী উড়িয়ে সুতোকাটা ঘুড়ি
ভাসিয়ে দিই নাটাই জীবনের গল্পপাঠ শেষ অধ্যায়
ভেসে যায় অগোছালো জীবনের সরল পঙক্তিমালা।

আমাদের জীবন আমাদের মরণ একে একে রেখে দিই
দিনরাতের আকাশ দিগন্ত চুপিসার দেয়ালের কোণায়
কখনো হাতড়ে এনে বিষণ্ন বিকেলের একাকী তেপান্তর
স্মৃতিপাঠ আনন্দ-বেদনা শোকগাথা খেরো খাতায়।
___________________________________

(আমার শহর দিনাজপুরে সামান্য কিছুদিনের ব্যবধানে কয়েকজন গুণী মানুষ চলে গেছেন। এই লেখাটি সেই স্মৃতি তর্পেণে রচিত। কোনো সাহিত্য আসরে পঠিত।)

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

10 thoughts on “আনন্দ-বেদনা শোকগাঁথা

  1. “আমাদের জীবন আমাদের মরণ একে একে রেখে দিই
    দিনরাতের আকাশ দিগন্ত চুপিসার দেয়ালের কোণায়
    কখনো হাতড়ে এনে বিষণ্ন বিকেলের একাকী তেপান্তর
    স্মৃতিপাঠ আনন্দ-বেদনা শোকগাথা খেরো খাতায়।”

     

    পড়ে মন খারাপ হলেও ভালো লাগল খুব

    1. মন খারাপের বিষয় কবি, তাই বিষণ্ন ঢেউ একটু ধাক্কা দিতে পারে। শুভকামনা।

  2. 'আকাশগঙ্গায় একাকী উড়িয়ে সুতোকাটা ঘুড়ি
    ভাসিয়ে দিই নাটাই জীবনের গল্পপাঠ শেষ অধ্যায়
    ভেসে যায় অগোছালো জীবনের সরল পঙক্তিমালা।'

    সংক্ষিপ্ত … বড় সংক্ষিপ্ত আমাদের জীবন। জানিনা কেন এতো ছোট। :(

  3. একে একে চলে যায় প্রিয় মানুষজন
    ফেলে রাখে দিনকালের চেনা-অচেনা ইতিহাস,

    বাস্তবটাই এমন… মাত্র দুটি বছরে প্রিয় মুখগুলো আর নেই…

    বরাবরের মতো মন ছুঁয়ে যাওয়া কবিতা।

    অ/ট. ফেবুতে আপনার লেখা না পড়লে আজ শব্দনীড়কেই পেতাম না। শুভকামনায়…

    1. অনেক অনেক ধন্যবাদ আদর। নিয়মিত থাকুন। সমৃদ্ধ করুন আমার প্রিয় ব্লগ 'শব্দনীড়'।

  4. কোথা হতে আসে মানুষ কোথা চলে যায়———– 

    কবিতায় ভাললাগা। ধন্যবাদ ও শুভেচ্ছা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।