কমলা-ত্বকী
সবুজ খোলসে
পাক ধরেছে সোনালী পরশে।
ঝাঁঝালো ত্বকে বিদ্যমান কুসুম, সবুজ ঘ্রাণ,
অম্ল যশে উসকে দিচ্ছো- লালাময় জিহ্বার কাহিনী,
আকণ্ঠ পান,
টসটসে গ্র্যান্ড… রসের ভুক! মরি পিয়াসে!!
তাম্র তিয়াসে… দহনে পুড়েছে বুক
একি নিপুণ ফাঁদ!
নন্দিত উন্মাদ! অমৃতের ঢোক!!!
দা উ দু ল ই স লা ম
যথেষ্ঠ ক্লাসিক একটি লিখা। বেশ শক্তিশালী এবং কমপ্যাক্ট।
বিনম্র সালাম স্যার। বিনয়ে জানতে চাই আসছে একুশে বইমেলায় নতুন প্রকাশনা থাকছে কিনা !! আমি বিশ্বাস করি অনেক গুলোন সুন্দর লিখা ইতিমধ্যে আপনার পাণ্ডুলিপিকে নিশ্চয়ই সমৃদ্ধ করেছে।
সবিনয় সালাম ও প্রীতি গ্রহন করুন স্যার।
২০১৩' গ্রন্থমেলায় ব্লগার্স ফোরামের প্রকাশনার " দেবী ও কবি" কাব্য গ্রন্থ টি প্রকাশিত হবার পর দীর্ঘ চার বছরের বিরতি ।
আশ্চর্যের বিষয় হচ্ছে- এর মধ্যে কবিতা তার স্ব রূপ চিনতে শুরু করে, খুব তাড়া করে,
ভোগায় আমাকে-
প্রকাশনার আকুতি নেই।
কবিতা আর কবিদের অজস্র এই স্রোতে হারিয়ে যাবার ভয় তো রয়েছেই।
তবু
একটি প্রকাশনী নির্বাচিত কিছু কবিতার পাণ্ডুলিপি নিয়ে গেছে।
বাকী – আপনার/ আপনাদের আশীর্বাদের উপর নির্ভর করবে।
সালাম এর প্রত্যুত্তর জানবেন স্যার।
খুশি হলাম শেষ তথ্যাদি জেনে। এগিয়ে যান। পাঠক প্রিয় কবি'র থেকে ভালো কিছু পাক। নিশ্চয়ই শুভাশীষ রাখি।
