রক্তের ঋণ

তেমন কোন সংবাদ নয়। সারলতার সুবাদে সুবিধা বাদীরা মত্ত হয়েছে হরির লুঠে। অবাধে
দখল করছে সংরক্ষিত বাগান, সবুজ মাঠ, প্রবহমান নদী। আমি শুধু তাদের দিকে চেয়ে হাসলাম।
খানিক বিদ্রূপে, খানিক করুণায়!…
যে ভঙ্গিমায় ওরা গ্রাস তুলে নেয়। যে স্বরে চিৎকার করে, যে পথে রোজ বাড়ি ফেরে।
যে মদিরায় ডুবে লাজ-লজ্জা। যে স্রোতে ভেসে যায় ঘুম, পরম শয্যা। হে প্রতিবেশীরা
সে সবে আমার কোন বক্তব্য নাই। রা নাই।
আমি কেবল চেয়ে থাকি। দেখি পরাবাস্তব আবর্জনার মাখামাখি। ভুগি সহজিয়ার ক্ষয়।
যে মাটি আঁকড়ে থাকি অনন্ত কাল ধরে…। এখনো তো বাকি রক্তের ঋণ! উদয় অনলে
নির্বাণ ফুল। অজস্র চোখ… তুমুল উঁকিঝুঁকি। অস্তাচলে পড়ে থাকি…

দাউদুল ইসলাম
৪.১২.১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “রক্তের ঋণ

  1. 'আমি চেয়ে থাকি। দেখি পরাবাস্তব আবর্জনার মাখামাখি। ভুগি সহজিয়ার ক্ষয়।
    যে মাটি আঁকড়ে থাকি অনন্ত কাল ধরে…। এখনো তো বাকি রক্তের ঋণ! উদয় অনলে নির্বাণ ফুল। অজস্র চোখ… তুমুল উঁকিঝুঁকি। অস্তাচলে পড়ে থাকি…'

    এমন করে আমরা অনেকেই থাকি স্যার। থাকি ভবিতব্যকে মেনে নিয়ে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।