শিল্পের স্তবক

চাঁপাবনে কোন তাপসী
বাজায় বাঁশি
কাড়ে নক্ষত্রের ঘুম- নিঝুম ক্রন্দসী লগনে,
কার কাঁখের কলসি
ভেসে যায় নৈবদ্যের স্রোতে- অশ্রুত নয়নে।
আড়ালে বসে-
কে নাড়ে ধর্মের কল,
কোন বরষে
চরণ তলে বিছিয়ে দেয় ঘাসফুলের আঁচল!
অকুলে ডুবে ডুবে
শুনি, অচিন সুরের মাদল-
জানি নে
কোন তাপসীর শীতল পাঁজর খুলে
নেমে আসে উষ্ণ মর্মজল!…
সাত সকালে
পান্তাভাতের গ্রাস তুলে-
উদর পূজোয় তৃপ্ত যে চারণচাষী,
কালের লাঙলে
নির্ঝর শ্রান্তি খোঁজে অ বিলাসী শ্রমণে;
নির্জনে
দু’ফোটা ঘুম,
স্বপ্নের মত এক লহমা সুখ সাধনে কেটে যায় জীবন…
কোন তাপসী পেয়েছে সেই মোহন নদী
কোন ধ্যানে…ছুঁতে পেরেছে অতল বিধি, অজেয় মরণ!
তবে-
রুদ্ধ-হোক এই শিশির প্রপাত
জোছনা বীথীর রাত
যতক্ষণ না শুদ্ধ হচ্ছে শিল্পের স্তবক! অ যোদ্ধা হাত…

৫.১২.১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “শিল্পের স্তবক

  1. নিঃসন্দেহে জবরদস্ত কবিতা স্যার। কিন্তু আমার মতো অবাধ্য পাঠকের জন্য একটু কঠিন বৈকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif পূর্ণ সালাম জানবেন। এভাবেই এগিয়ে যাক প্রতিটি মনোভাবনার প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।