বীরত্বের স্মারক আমার বাংলাদেশ

বীরত্বের স্মারক আমার বাংলাদেশ

নিকষ কাল রাত; ঘুটঘুটে অন্ধকার
নিস্তব্ধ জনরব, থাবায় কাল হায়েনার
আত্ম চিৎকার ঘুমন্ত নিরীহ ছাত্রের—
হতবাক বিশ্ব বিবেক; আর্তনাদে ধর্ষিত ও মা বোনের।

মধ্য গগনের চাঁদ ভুলে গেছে আহ্নিক গতি
থামেনি কিন্তু নব কিরণের উদয় রীতি
আলোর মিছিলে হায়েনার দল হয়ে পড়ে আবদ্ধ
তাইতো নয় মাস চলে সান্ত্রী কাপুরুষের সাথে মুক্তিযুদ্ধ।

হায়েনারা চালিয়েছে নৃশংসতা দিগ্বিদিকে
দেশদ্রোহী হায়েনারাও ছিল তাদের অগ্র পশ্চাতে
জ্বালিয়েছে নগর জ্বালিয়েছে শহর শান্ত জনপথ
থামাতে পারেনি বীর মুক্তিযোদ্ধাদের মনোরথ।

স্বাধীনতার ডাকে পথে নেমেছে বীর বাঙালি
হায়েনার দল পালাবার পথ খুঁজে পায়নি–
নত শিরে অস্ত্র রেখেছে পদ তলে
বিশ্ব মানচিত্রে যুক্ত হল বাংলা মায়ের নাম বীরদর্পে।

2 thoughts on “বীরত্বের স্মারক আমার বাংলাদেশ

  1. 'হায়েনারা চালিয়েছে নৃশংসতা দিগ্বিদিকে
    দেশদ্রোহী হায়েনারাও ছিল তাদের অগ্র পশ্চাতে
    জ্বালিয়েছে নগর জ্বালিয়েছে শহর শান্ত জনপথ
    থামাতে পারেনি বীর মুক্তিযোদ্ধাদের মনোরথ।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বীরত্বের স্মারকে বাংলাদেশ এর নাম চির অম্লান থাকবে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।