দুঃখদিনের দূতি

দুঃখদিনের দূতি

তোরঙ্গ খুলতেই ঘর জুড়ে
ন্যাপথেলিনগন্ধের মতো স্মৃতির ঝাপটা
আয়নায় একটুকরো মনখারাপ, বিষন্ন হাসে।
অপটিক ক্যাবল থেকে উড়ে যায়
ফিরে আসে বিষাদমগ্ন একলা শালিখ;
নিঃসঙ্গ শালিখ দুঃখদিনের দূতি–
সকলেই জানতো সে কথা।

2 thoughts on “দুঃখদিনের দূতি

  1. ছোট কথায় পূর্ণ এক কবিতার স্বরূপ। :) … অভিনন্দন আপা। সালাম এবং শুভ সন্ধ্যা।

  2. দুঃখদিনের দূতি  লেখাটি ভালো উঠেছে দিদি ভাই। নমস্কার। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।