দুঃখদিনের দূতি
তোরঙ্গ খুলতেই ঘর জুড়ে
ন্যাপথেলিনগন্ধের মতো স্মৃতির ঝাপটা
আয়নায় একটুকরো মনখারাপ, বিষন্ন হাসে।
অপটিক ক্যাবল থেকে উড়ে যায়
ফিরে আসে বিষাদমগ্ন একলা শালিখ;
নিঃসঙ্গ শালিখ দুঃখদিনের দূতি–
সকলেই জানতো সে কথা।
দুঃখদিনের দূতি
তোরঙ্গ খুলতেই ঘর জুড়ে
ন্যাপথেলিনগন্ধের মতো স্মৃতির ঝাপটা
আয়নায় একটুকরো মনখারাপ, বিষন্ন হাসে।
অপটিক ক্যাবল থেকে উড়ে যায়
ফিরে আসে বিষাদমগ্ন একলা শালিখ;
নিঃসঙ্গ শালিখ দুঃখদিনের দূতি–
সকলেই জানতো সে কথা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছোট কথায় পূর্ণ এক কবিতার স্বরূপ।
… অভিনন্দন আপা। সালাম এবং শুভ সন্ধ্যা।
দুঃখদিনের দূতি লেখাটি ভালো উঠেছে দিদি ভাই। নমস্কার।