অবহেলা
চাঁদের গায়ে পেরেক পোঁতার শব্দ
ক্রমশ: ফিকে হয়ে আসে,
দূরে কালপুরুষ এক রাশ অপেক্ষা নিয়ে
তারাদের সাথে লুকোচুরি খেলে।
বহুদূরে নীল নীলিমায় চাঁদনী আকাশ
আঁধারে আঁধারে মেঘে আর চাঁদে
লুকোচুরি নক্ষত্রপতনের শব্দ
কান পাতলে শোনা যায়।
অন্ধকারে পেঁচার চোখ ফসফরাসের মত
জ্বলতে থাকে।
সীমন্তিনী কপালে কালো টিপ্
দুঃস্বপ্নের মত জেগে
আলোকবর্ষ দূরে একটি সোনালী গ্রহ
অবহেলার পাশে গড়ে ওঠে।
'বহুদূরে নীল নীলিমায় চাঁদনী আকাশ
আঁধারে আঁধারে মেঘে আর চাঁদে
লুকোচুরি নক্ষত্রপতনের শব্দ
কান পাতলে শোনা যায়।'
____ হেলা অবহেলায় জীবন তরী। কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ প্রিয় কবি ।
ভাল লিখেছেন দিদি ভাই। শুভেচ্ছা রইলো।
ভালো লাগলো প্রিয় ভগিনী কবি, ধন্যবাদ ।