মহাপ্লাবনের পরে
দেখতে দেখতেই দুটো মেরু গলে
জল থইথই,
শার্ক হোয়েলের স্তন্যপায়ী বাচ্চারা
অবাধ আনন্দে হু হু
করে আয়তন বাড়িয়ে নেয়।
চর্বিলোভী জাহাজের মাল্লারা
জাহাজডুবির পরে লাইফবোটে
ভাসত ভাসতেই
মাছেদের খাদ্য হয়ে যায়।
এতদিন বহু জীবন
বিলুপ্ত হয়েছে ওদের হার্পুনে।
#
এক তৃতীয়াংশ স্থল এখন
মধ্যযুগীয় ইতিহাস।
যাবতীয় আঁক কষার মেশিনেরা
ধ্বংস হওয়ার পর সম্ভবত
এক দ্বাত্রিংশ স্থলে সমতল ভূমি
হিমালয়ের অবশিষ্ট কয়েকটা চূড়া।
#
অন্যের খাবার চুরি করে
ফুলেফেঁপে ওঠা ইঁদুরের দল,
হায়নার দল আর পালে পালে
ফেউএর দল
গর্তে লুকিয়েও বাঁচাতে পারেনি
চুরির অঢেল জমানো সম্পদ
আর নিজেদের,
একমাত্র নিজেদের আদরের প্রাণ।
#
সমস্ত লাইটহাউস
নাম ও নিশানহীন পড়ে
আছে গভীর তলদেশে।
বর্ণালি কাঁকড়া ও দুর্লভ কচ্ছপ
নিশ্চিন্তে ডিম পাড়ে পাহাড়ের
খাঁজে খাঁজে
একদিন যেখানে বরফের গিরিখাত ছিল।
#
অঝোর বৃষ্টি
আর আকাশের অগ্নুৎপাত
থেমে গেলে সবচেয়ে উঁচু
গুহা থেকে বেরিয়ে আসে এই
প্রথম নিরাপদ ইয়েতি পরিবার।
এভারেস্টের ঝুঁটির ওপরে
ঠিক কেন্দ্রে
যেখানে এককালে সব দেশ
পতাকা ধর্ষণ করত,
লাজুক টুক্কি দেয় নরম অঙ্কুরে
মাধবীলতা।
বেশ কয়েকটি গুচ্ছ কবিতার উপস্থিতি। ব্রাভো প্রিয় কবি সৌমিত্র। শুভ সন্ধ্যা।