মহাপ্লাবনের পরে

মহাপ্লাবনের পরে

দেখতে দেখতেই দুটো মেরু গলে
জল থইথই,
শার্ক হোয়েলের স্তন্যপায়ী বাচ্চারা
অবাধ আনন্দে হু হু
করে আয়তন বাড়িয়ে নেয়।
চর্বিলোভী জাহাজের মাল্লারা
জাহাজডুবির পরে লাইফবোটে
ভাসত ভাসতেই
মাছেদের খাদ্য হয়ে যায়।
এতদিন বহু জীবন
বিলুপ্ত হয়েছে ওদের হার্পুনে।

#
এক তৃতীয়াংশ স্থল এখন
মধ্যযুগীয় ইতিহাস।
যাবতীয় আঁক কষার মেশিনেরা
ধ্বংস হওয়ার পর সম্ভবত
এক দ্বাত্রিংশ স্থলে সমতল ভূমি
হিমালয়ের অবশিষ্ট কয়েকটা চূড়া।

#
অন্যের খাবার চুরি করে
ফুলেফেঁপে ওঠা ইঁদুরের দল,
হায়নার দল আর পালে পালে
ফেউএর দল
গর্তে লুকিয়েও বাঁচাতে পারেনি
চুরির অঢেল জমানো সম্পদ
আর নিজেদের,
একমাত্র নিজেদের আদরের প্রাণ।

#
সমস্ত লাইটহাউস
নাম ও নিশানহীন পড়ে
আছে গভীর তলদেশে।
বর্ণালি কাঁকড়া ও দুর্লভ কচ্ছপ
নিশ্চিন্তে ডিম পাড়ে পাহাড়ের
খাঁজে খাঁজে
একদিন যেখানে বরফের গিরিখাত ছিল।

#
অঝোর বৃষ্টি
আর আকাশের অগ্নুৎপাত
থেমে গেলে সবচেয়ে উঁচু
গুহা থেকে বেরিয়ে আসে এই
প্রথম নিরাপদ ইয়েতি পরিবার।
এভারেস্টের ঝুঁটির ওপরে
ঠিক কেন্দ্রে
যেখানে এককালে সব দেশ
পতাকা ধর্ষণ করত,
লাজুক টুক্কি দেয় নরম অঙ্কুরে
মাধবীলতা।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

1 thought on “মহাপ্লাবনের পরে

  1. বেশ কয়েকটি গুচ্ছ কবিতার উপস্থিতি। ব্রাভো প্রিয় কবি সৌমিত্র। শুভ সন্ধ্যা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।