মনকে তো আর মন বাঁধে না

মনকে তো আর মন বাঁধে না

মনকে তো আর মন বাঁধে না; শিকল পড়া কার গলে?
যা ইচ্ছা তাই মন বলে যায়; সে কি তবে কার ছলে?
শিশু কাল না হয় দেখে শেখা; বাড়লে বয়স কার শেখা?
এমনি করে রং শেখা; কোন রং যে কার বিভাসে?
শরীর ঘরে মনের বাস; সেই ঘরে কে বা তার আগল খুলে?
খিরকী চুঁয়ে গরিয়ে পরে একটু আলো; সেই আলো কার মনে লয়?

মনের ঘর

মন কি বড়ই স্বাধীন?
একা একা চলে ফিরে
কার কথা সে শুনে চলে?
মনের ঘর শরীর তাই
শরীর ছাড়া মনের কিবা দাম?
শরীর যদি নাই বা থাকে
মন তখন কেমনে বাঁচে?
মন কি তখন হাওয়ায় মিলে?
মস্ত স্বাধীন আকাশ নীলে।

শরীর মন

মনের বসতি জীবত প্রাণ। মরলে জীব, মন কি মরে? ভেদ বিচারে মনের প্রকার। কোন সে রুপে ধরাধামে। নিত্য নতুন রুপে মন কি বাঁচে? জ্যামিতিক হারে মনের কি জন্ম? না কি নিত্য নতুন রুপে বাঁচে, নতুন নতুন শরীর নিয়ে? মন শরীরের এই যে খেলা আদি অন্ত ভেদ বিচারে। কেবা তাহার দেখভাল করে?

মনের লাগাম

পাপ পূণ্য মনের দায়
কেন তবে শরীরে ক্ষয়? মনের লাগাম কি শরীরের হাতে?
পাপ পূণ্য শরীরও জানে।

মনের দায়ভার শরীর টানে
জাপিত কালের জীবন ভর; মরলে শরীর মন কি বাঁচে?
মনের দায় হাওয়ায় মিশে।

মন কি তাই পাগলা ঘোড়া?
শরীর নিয়ে ছুটে চলা; লাগাম ছেড়ে শরীর অবুঝ
হা হুতাশে শরীর পুড়ে।

১৪২৪/২০, অগ্রহায়ণ/ হেমন্তকাল।

4 thoughts on “মনকে তো আর মন বাঁধে না

  1. অনন্য এবং অসাধারণ প্রাত্যহিক সৃষ্টি সকল। অভিনন্দন মাটি ও মানুষের কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।