তোমার কারবার
যে হৃদয় ভূমিতে, রোপিত নির্মমতা
তারই ফল প্রাণীর মৃত্যু
মাটির মানুষ নিমেষে জন্তু
ইশারা তো তোমার, মহা অধিষ্ঠিতা !
যে মনে জন্ম নেয়, বিমুগ্ধ কোমলতা
তার জনমদাতা সেই তুমি
দ্যাখি বালুচরেও উর্বর ভূমি
কত যে বিভাজন, শত্রুতা এই সখ্যতা।
পাপ আর পাপীকে কে না করে ঘৃণা
করো প্রলুব্ধ, জন্মাও পাপ
শয়তানকে কে দিলে প্রতাপ
ফল শেষ বিচারের, তোমারই জানা।
যত ফ্যাসাদ, দুঃখ কষ্ট কখন যে কার
তুমি তো তার সবই জ্ঞাত
রও অদৃশ্য, থাক নীরব তত
অথচ এ নির্মম খেলা দ্যাখি বারংবার।
যাদের দিলে তুমি শক্তি, জ্ঞান ভাণ্ডার
রয় নিথর নিশ্চুপ নির্বিকার
দাবা চালে সাধ্য শুধু যে তোমার
বড়ো বিস্ময় দুর্ভেদ্য তোমার কারবার।
'যাদের দিলে তুমি শক্তি, জ্ঞান ভাণ্ডার
রয় নিথর নিশ্চুপ নির্বিকার
দাবা চালে সাধ্য শুধু যে তোমার
বড়ো বিস্ময় দুর্ভেদ্য তোমার কারবার।'
___ আল্লাহ সর্ব শক্তিমান। তিনি পরম দয়ালু এবং সুমহান।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সবসময়।
অনেক ভাল হয় আপনার লেখা। প্রণাম কবি দা।
অনেক অনেক ধন্যবাদ রিয়া রিয়া। ভালো থাকুন নিরন্তর।