ফিঙে পাখির মতো

ফিঙে পাখি

জনসমুদ্রে কবি বলে কথা!
তবু মনের যাতনা কবিতা বুঝেই না;
লাশের পর দুই এক জন ঠোঁট
নড়াবে, ফিস ফিস করে কথা বলবে
এই হলো মানব সভ্যতার হাল চাল-

মরার আগে কেউ প্রণয় দেখায় না!
শুধু মরিচের মাঠ চোখে দেখে অথচ
সোনালি ধানের মতো কেউ ভাবল না
কি হবে কবিত্ব, ফিঙে পাখির মতো;
উড়াউড়ি করলেই হবে-দেখে না কবিতা।

০৮ বৈশাখ ১৪২৯, ২১এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ফিঙে পাখির মতো

    1. জি কবি মহী দা
      মুগ্ধ হওয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

  1. কি হবে কবিত্ব, ফিঙে পাখির মতো;
    উড়াউড়ি করলেই হবে-দেখে না কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।