বিজয়ের মাসে

বিজয়ের মাসে

প্রতিটি বছর আসে বিজয়ের মাস
সকল হৃদয়ে জাগে উচ্ছ্বাস উল্লাস;
লাখো শহীদের রক্তে রঞ্জিত প্রান্তর
ভাসছে এখনো কান্না শুনি নিরন্তর।
রক্তে কেনা দেশখানি তোমার আমার
মনে পড়ে ন’টি মাস কত লাঞ্ছনার;
পাক পশুদের দল শেষে পরাজিত
নূতন পতাকা পেলো বিশ্ব মানচিত্র।

সর্বত্রই ছিল তবে স্বজন ক্রন্দন
চিৎকার আর্তনাদ, বিষণ্ণ বদন;
কত ভাংচুর, সম্পদ করে গেল ধূলি
হলো ইজ্জত সম্ভ্রম আকাঙ্খার বলি।
বিজয়ের মাসে হোক আমাদের পণ
এসো গড়ি দেশখানি মনের মতন।

চতুর্দশপদী কবিতা

4 thoughts on “বিজয়ের মাসে

  1. বিজয়ের মাসে হোক আমাদের পণ
    এসো গড়ি দেশখানি মনের মতন। ___ এই হোক আমাদের সর্বজনীন প্রত্যয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।