আনন্দ বিতান

আমাদের কবিতার পাণ্ডুলিপি জুড়ে উইপোকার সংসার।
মত্ত-চিত্তে অক্ষর হনন।
নজরবন্দি কবির রাত গলে মোমের শিখায়। আধ ভুখা। গ্যাস্টিকের জ্বালায়।
দম বন্ধ পোড়া সিগারেটে। সস্তা কাগজে নিংড়ে দেয় জীবন, যৌবন।
থেমে থেমে বাতাস বয়, খোলা জানালায় দেবদারু অন্ধকার। ঝুলে থাকে অবলীলায়।
কবিতার বুকে স্তব্ধ ঢেউ, গুমরে কাঁদে
নির্বোধ ভাবাবেগে বাঁধে অর্গল, জমানো কান্না, তুষার প্রপাতে বিড়ালের মিউ মিউ।
কুয়াশা ভেজা পথে লেপটানো ধুলো, বাড়ই গাছের ধার
গ্রামের পর গ্রাম মাড়িয়ে, ঝোলা কাঁধে নগর অভিমুখে হেঁটে চলছে পলান সরকার।
আনন্দ বিতানে
ছন্দ ও গানে; ঘুম ভাঙ্গানিয়া ডাক!

দা উ দু ল ই স লা ম
১৩.১২.১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “আনন্দ বিতান

  1. গদ্য সাহিত্যের কবিতা আমার কাছে অসাধারণ লাগে। ভেরি গুড স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বাহ্। সাঁঝ সন্ধ্যায় আপনাদের কয়েকজনের লেখা পড়ার জন্য সরাসরি চলে আমি শব্দনীড়ে। শুভেচ্ছা নিন কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।