বিজয় দিবসে

বিজয় দিবসে

বারে বারে জেগে উঠে এ হৃদয় কোণে
কতটুকু হলে সমাদৃত তুমি
হে আমার প্রিয় মা জন্মভূমি?
ভাইবোন কত হলো পিতৃহীন
কতটুকু দিলেম তাদের ঋন
ছিনিয়ে আনলো ‘স্বাধীনতা’ রক্তাক্ত রণে।

তাজা রক্ত হাসিমুখে দিয়েছেন যারা
পঙ্গুত্ব অন্ধত্ব পেলেন জীবনে
করেননি দ্বিধা মৃত্যু আলিঙ্গনে;
মার হৃদয় চিড়ে হলেন উধাও
খুজে ফিরেন মা, এ শহর গাঁও
বিনিময় তার কি বা পেয়েছেন তাঁরা ?

পেয়েছি দ্যাখো ঐ লাল সবুজ পতাকা
শহীদেরা পেলো তবে আকিঞ্চন
পেলো কি তারা হারিয়ে সম্ভ্রম ধন?
দীর্ঘ সময় তবে পেরিয়ে গেলো
হিসেব নিকেশ সবই তো হলো
নব প্রজন্মের না হোক অপ্রাপ্তি দেখা।

3 thoughts on “বিজয় দিবসে

  1. আমাদের নতুন প্রজন্মের মাঝে সত্য বিজয়ের প্রাপ্তি সার্থক হোক। জয় বাংলাদেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনেক কবিতাই হয়ত এমন পড়েছি। কিস্তু এই কবিতাটা যখন পড়ছি… তখন বাসার পাশের মাঠে জাতীয় সঙ্গীত বাজছে। আর আমার দুইটা চোখ ভিজে উঠছে…..

মন্তব্য প্রধান বন্ধ আছে।