চকমকি তে জাগে মাদকমোহ
লাল লিপিষ্টিকের বাগে- বিরহী শিশির, সবুজ শাদ্বলে
নিভৃতে
যতি চিহ্ন’রা স্বপ্ন বুনে, অধীর অশ্বারোহী
গতিসূত্রের বরাতে ছুঁতে চায় নিয়ন বাতি, দস্যি নয়নের ওম!…
অঞ্জলি দানে
মাটির মুক্ত আলিঙ্গন
মায়ের চরণে
জাতির ললাটে…
মাদকমোহ মানে নি- দূরত্ব, অধরা চুম্বনে।
বিমোহিত মৃগয়া নয়নে
বেদনার্ত
তীর্থের চরণে নেমে আসে নক্ষত্রের ছায়া, রাতের অশ্রু
নয়ন থেকে নয়নের দূরত্বে;
নেমে আসে দুস্থ বুকে- মমতার বন্ধনে, মাতৃদুগ্ধে…লাল-সবুজের বৃত্তে
এখানে
ঘুমিয়েছে সূর্যের সন্তান, ডুবেছে সহস্র প্রতিমা রক্তিমা নদে;
ঘাতকেরা অসীম অপরাধে পেয়েছিলো ক্ষমা- মানবিক চাঁদে।
১৬.১২.১৭
'তবু অঞ্জলি দিই মাটির মুক্ত আলিঙ্গনে,
মায়ের চরণে আর জাতির ললাটে…
মাদকমোহন দূরত্ব বা অধরা চুম্বনে।'
খুব ভাল লিখেছেন কবি দা। নিন বিজয় শুভেচ্ছা।