নির্জনতার কথা
নির্জনতার কথা বললে আগে তোমার কথা মনে পড়ে
নির্জীব বাতাসে ওড়া শাড়ির আঁচল
কালো চুল – আমার লেখার প্রেরণা
চোখ যেনো চোখ নয় – পরিদের রাজ্যে ফুটে থাকা ফুল
যেনো আদর করে দিচ্ছে আমায় দু’ফোটা জল।
অথচ ঝরে যাওয়া একটা ম্যাপল পাতার শব্দে
ঘুম ভেঙ্গে যেতে পারে তোমার – আমার
যদিও আমাদের মধ্যে নেই কোন প্রত্যক্ষ যোগাযোগ
ফলতঃ এইসব ব্যক্তিক প্রশিক্ষণ পাঠ জ্ঞান
নৈঃশব্দ্যের হাওয়ায় মিলিয়ে যেতে থাকে।
নির্জনতার কথা বললে তোমার কথা মনে পড়ে আজও …
এমন নির্জনতা ভাল কবি দা।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভ সন্ধ্যা।