শুভাকাঙ্ক্ষীরা- শুনো

সিনার ভাঁজে গুঁজে রয়েছে বিগত বসন্তের সুবাস। বাষ্প জল। ভুলে যাওয়া স্মৃতির বাসর। ছাই চাপা অনল। তবুও উত্তাপ নাই। নিঃসাড় বীণা। শীতল কষ্ট!… যেন কোন মোহিনী সুর। ভেজানো দরাজ গলিয়ে খুঁজে ফিরে ঠুমরীর তাল। বুকের ধড়পড়। কামিনী নিশ্বাস।
তম্বুরা বাজে দূরে। বহুদূরে। অন্ধকার হাতড়ে চলে ঘাস ফড়িং। তীর্থের কাক। যে সুরে কান্নারা গান হয়। নির্বাক সায়াহ্ন পোড়ে। লুপ্ত পাতা ঝরে। বিন্দু বিন্দু সুখ। আমি চাইনি সে আদর মাখা মুখ। যদি মরে যাই- এই নিভৃত অনাদরে।যদি জুড়ে যায় ফানুস। যদি
মানুষ চিনে আমায় কবি বলে। যদি কেউ জানতে চায় ঠিকানা। শুভাকাঙ্ক্ষীরা- শুনো
আমায় ভাসিয়ে দিও আরক্ত গোলাপের স্রোতে…। জলের বুদবুদে শুনতে পাবে অনুরক্ত কবিতার আবৃত্তি।

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “শুভাকাঙ্ক্ষীরা- শুনো

  1. 'আমায় ভাসিয়ে দিও আরক্ত গোলাপের স্রোতে…।' অসাধারণ স্বগোক্তি আর ইলাস্ট্রেশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. জীবনবোধ সুধালেন ভারি সুন্দর করে৷ 

    শুভেচ্ছা অবিরত৷

মন্তব্য প্রধান বন্ধ আছে।