মেকি

মেকি

একী?
তোমার দেখি সব বড় গুণ
সাজতে পারো মেকি!

উফ্!
রবির মতো লম্বা দাড়ি
বঙ্গবীরের গোফ!

সেকী?
নিজকে ভাবো চালাক, বাকি
আমরা কাঠের ঢেকি?

ইশ্!
দেখলে তোমার ইতরামি
হাতকরে নিসপিশ।

আহ্!
এই সমাজে তোমাদের ও
দেয় লোকে বাহ্বা!

ওমা!
এইটুকুতে এতোই লাগে
ফাটাইনিতো বোমা!

প্রভু…!
দু’মুখো সাপ বিচ্চু হতে
দূরে রাখো তবু!

2 thoughts on “মেকি

  1. চমৎকার। শব্দনীড় এ অনেকদিন পর ছড়া পদ্য পড়লাম। অভিনন্দন বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।