পরাজয় মেনে আক্রান্ত মানুষ
নিঝুম দুপুরের চিন্তামগ্ন মন
সন্ধ্যার পর জলৌকা হয় শরাবের সাথে
জাঁতা পরা জাঁদরেল বহ্নি;
ঠুংরি বাজায়, পরস্মৈপদী ফুটানি;
তবুও মধুমেহ মহাজন
মধু খোঁজে ব্যাধিনীর মৈনাকে।
শঙ্কর লোক এই যুগে মুখে দিয়েছে ঠুসি
চতুরঙ্গ সেনা সাজানো মুসকিল
ঘুণপোকার দল যত্রতত্র ভণ্ডুল করে
সংমিশ্রণ সংস্থাপনা;
বিবেক তাড়নায় সঙ্কোচিত হতে হতে
শ্যাওলা ধরে যায় বুদ্ধির মানচিত্রে।
তারপর একদিন
আমার সবুজ চেতনা প্রশ্ন বিদ্ধ হয়
আমারই পরবর্তী প্রজন্ম এর কাছে
তারপর তারপর
অসীম ক্লান্তি মনে সেই পরাজয় মেনে নিয়ে
নিশ্চুপ চিন্তার দাবা খেলা
নিজের সাথে।
খুব বেশী প্রচলিত নয় অথচ একটি লিখাকে অসাধারণ করার নেপথ্যে বিনে বাঁধায় অবাধ ভূমিকা এবং স্বাক্ষর রেখে যায় … এমন কিছু শব্দের ব্যবহার লিখাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। বিশ্বাস করি জীবন গদ্য বা পদ্য নয়; জীবন হচ্ছে বোধন অবোধনের মধ্যবর্তী।
শুভেচ্ছা রাখি প্রিয় বন্ধু খেয়ালী মন। শুভেচ্ছায় সর্বোপরি শব্দনীড় এর সাথে থাকবেন।
লেখাটি অনেক ভাল হয়েছে মন দা। শুভেচ্ছা নিন।