আগুন উৎসব

আগুন উৎসব

এক শীতের রাতে শীত পাখি উড়াল দিলো;
উষ্ণ প্রদেশে চলছে আগুন পোহানো উৎসব

আগুন পোহানো রাতে পাখির কিচিরমিচির
পথিকের মনোসংযোগে ব্যাঘাত ঘটালে, পান্থ

মখমলি সার্টের বোতাম খুলে শীতের মিতালি
গ্রহণে আগ্রহী হয়ে উঠে, উষ্ণ প্রদেশের আগুন

মানব সমীপে পৌঁছাতে পেরেছে প্রদাহী আহ্বান;
উষ্ণ হাতের প্রয়োজন দিকে দিকে, উঠো প্রশস্ত

হৃদয়ের মানুষ, শীতে কম্পমান কিশোরীর মাথায়
আঙুলের পরশে পৌঁছে দাও মানবিক বোধ;

কিশোরী জেনে যাক আগুন পোহানো শেষে
নিরাপদ আবাসে ফিরে যাবে উষ্ণ হৃদয় মানুষ…

2 thoughts on “আগুন উৎসব

  1. নিরাপদ আবাসে ফিরে যাক উষ্ণ হৃদয়ের সব মানুষ। একমতে প্রত্যাশী প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।