হিমাংকের উত্তরপূর্বে ♥
হিমের ঊষা নিয়ে আছি। হিমাংকের আলোয়,
কাটিয়ে রাত; আছি জন্মোৎসবের আনন্দে
আছি বিষাদেও, গৃহহীন পাখিগুলোর দিকে তাকিয়ে,
মাইনাস পাঁচ ডিগ্রির নিউইয়র্কে, পাতাহীন
বৃক্ষদের ছায়ায়।
কোনো হিমই অপ্রয়োজনীয় নয়। তুষারপাতের আগে,
ঘনকালো আকাশের রঙ, মনে করিয়ে দেয়
শাদায় শাদায় ভরে যাবে মাটি, তৃণ, তৃষ্ণা
আমাদের শান্তির জন্য যে জমাট বরফ দরকার,
কিংবা শিশুদের আইস স্ক্যাটিং এর জন্য
দরকার যে জলপাথরের,
তার পূর্বরাগের নামই হিম।
অথবা হিমাংকের উত্তরপূর্বে,
দাঁড়িয়ে থাকা কোনো প্রেমময় শক্তির ছায়া।
____________________________
# ২৯ ডিসেম্বর ২০১৭
'আছি বিষাদেও, গৃহহীন পাখিগুলোর দিকে তাকিয়ে,
মাইনাস পাঁচ ডিগ্রির নিউইয়র্কে, পাতাহীন
বৃক্ষদের ছায়ায়।'
ভালো থাকুন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।
জন্মোৎসবের আনন্দে ভাল থাকুন কবি দা।