টুকে রাখা সময়

টুকে রাখা সময়

সব টুকে রাখছি
এইযে রঙিন আয়নায় দেখা মুখ ও মুখোশ
ধূসর পরিচ্ছেদে আঁকা ছেঁড়া সময়
পাটের দড়িতে বাঁধা জীনতত্ত্ব

লাইভ প্রচার পাচ্ছে সব
আমাদের লাইভটাইম কমে গেলেও
কে যেনো গুণে রাখছে প্রতিটা মাথা
যোগের ব্যায়ামে ভুল হয়ে গেলে
এক শূন্যে ভাসে পৃথিবীর ছায়া

টুকে রাখছি
সময় সপ্তাহ বছর
ফিরে আসছে আমার পিতামহের আমল।

3 thoughts on “টুকে রাখা সময়

  1. 'পাটের দড়িতে বাঁধা জীনতত্ত্ব' প্রচলিত জীবন বোধের অনন্য উপমা। অভিনন্দন কবি।

  2. টুকে রাখছি
    সময় সপ্তাহ বছর
    ফিরে আসছে আমার পিতামহের আমল।

    চমৎকার। কিন্তু এই পিতামহের আমল বুঝলাম না। আমরা কি পুরোনো দিনে ফিরে যেতে চাই? অথবা সেই স্বর্ণ সময়ে? শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।