লাজুক কষ্টদের কথা ভাবি

লাজুক কষ্টদের কথা ভাবি

তবুও লাজুক কষ্টদের কথা ভাবি
প্রতিটি ভোরেই ওরা দীর্ঘশ্বাসের শেকল ছিঁড়তে চায়
পারে না। কিছুতেই পারে না।

কবিদের আড্ডায় কবিতার স্বপ্ন ভংগ হয়
নিমিষেই ফিরে আসে অন্ধকারের মাদুলি
শব্দেরা বাণপ্রস্থে যাওয়ার কথা ভাবে
পারে না। কিছুতেই পারে না।
শুরু হয় নিকানো উঠোনে শরীরী চাষাবাদ!

হৃদয়ের সমস্ত প্রেম অযত্নে পড়ে থাকে হৃদয়ের বাইরে
অহেতুক কথা বলে উঠে কালের খেয়া
শতরুপা গাছে দোয়েলপাখির শিস খুঁজে
স্তনের বোঁটা মুখে নিয়ে মায়ের ভালোবাসা খুঁজে
পায় না। কিছুতেই পায় না।
কেবল লাশ দিয়ে লাশের গন্ধ মোড়ানো হয় আবাদ।

তবুও লাজুক কষ্টদের কথা ভাবি
বন্ধ্যা রমণীর টুকটুকে শিশুর তুলতুলে গালের কথা ভাবি
একটা বিত্তহীন পাহাড় লিজ নেয়ার কথা ভাবি
একটা লাজুক সমুদ্র কিনে নেয়ার কথা ভাবি!!

5 thoughts on “লাজুক কষ্টদের কথা ভাবি

  1. ইংরেজী শুভ নবষর্ষ প্রিয় কবি। অনেক ভালো এবং শব্দনীড় এর পাশে থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ নববর্ষ ভাইয়া।। শব্দনীড়ের উত্তর উত্তর সাফল্য কামনা করি।।

মন্তব্য প্রধান বন্ধ আছে।