মাটির রূপ
অদ্ভুত এক পৃথিবীর নকশা আঁকছি
মানুষের বদলে এখানে ঘুমিয়ে পড়ে পুতুল
রাত্রিকালীন সরাইখানায় আড্ডা জমে বেশ
কে খেলো পাখিমাংস, সুস্বাদু হরিণ
কিছু অভিশাপ পড়ে থাকে মরা নদীর বুকে
টেরাকোটায় আটকে থাকে মানুষের বিশ্বাস
যাদের জন্ম হয়েছিল মনখারাপের উপত্যকায়
তারা এখন শুনিয়ে যায় ক্ষুধার্ত দুপুরের গান
রঙিন মোড়কে বেঁধে রেখেছি মাটির সংসার
প্রতি পদক্ষেপে বদলে যাচ্ছে বিজ্ঞাপনিক দিন
অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকে কিছু অদ্ভুত জীবন।
চমৎকার চমৎকার সব লিখা লিখেই চলেছেন প্রিয় কবি। অভিনন্দন জানবেন।
অনেক সুন্দর। শুভেচ্ছা নিরন্তর।