মাটির রঙ বুঝা দায়

মাটির রঙ বুঝা দায়

জলের রঙ চিনা যায় মৃদঢেউয়ে
অথবা গভীর খরস্রোতে-
প্রকৃতির সবুজারণ্যও বুঝা যায় গাঢ়
সবুজে কিংবা শুকন ‍শূন্য ডালে!
শুধু ধূসর মাটির রূপবর্ণ চিনা বড় দায়
কারণটা অজানা হয়তো একান্ত প্রয়োজন বলে।

তবুও চিহ্ন থাকে দুর্বাঘাসে কিংবা
হয়ে কথাও জোনাক জ্বালা বাতিঘর!
অতঃপর মাটিকে চিনে নিতে হয়
প্রণয় ঊর্মী দিয়ে-অনলের তাপদাহ সাহায্য করে-
যখন মাটি অনল চিনা যায় গভীরে
তখন ফুলেল গন্ধ থেকে বহুদূরে
মাটি সবই খাঁটি – স্বরূপ ফাঁকি রঙ বুঝা দায়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “মাটির রঙ বুঝা দায়

  1. 'তবুও চিহ্ন থাকে দুর্বাঘাসে কিংবা
    হয়ে কথাও জোনাক জ্বালা বাতিঘর!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।