দুই হাজার আঠারো

দুই হাজার আঠারো

আমাকে ছাড়াই আমি ঘুরে আসতে পেরেছি
ইহজন্মের সকল উৎসবকাল
যদিও সমুদ্র দৌঁড়ে দৌঁড়ে আসছিল
সাথে এই গোঁয়ার পৃথিবী
সব টপকে আমি ঠিকই
এসে দাঁড়িয়েছি নীরব আর সুন্দর
শরত পেরিয়ে এই শীতের ভেতর
বলেছি, থাম্বস আপ ম্যান, চিয়ার্স।

কে ছিল এই ভ্রমনে আমার সাথে?
যে ছিল সে জানতো
আমার পায়ের চিহ্ন ধরে ফুটেছে
কত না গোমেদ আর চুনির সরল কান্না
ফুল হয়ে, ভুল হয়ে ফুটেছে, ঝরেছে নীরবে
আমার দিকে তাকাও
প্রভু যীশুর কসম, বলো, চিয়ার্স।

কে আছো এখানে? এসো বছরের শেষ দিনে
আকণ্ঠ মদ গিলি
তোমার উৎসব মানে যদি হয় মদ
আমি নিজেকে ছাড়াই উদযাপন করব
এক প্রজাপতি সমান নতুন এই বছর
যা আমাকে বরাবরের মতোই
প্রার্থনায় নত করেছে
আমার প্রভুর সামনে সরবে, সরবে
শুভ হোক হে, তোমার আমার নতুন বছর।

2 thoughts on “দুই হাজার আঠারো

  1. 'শুভ হোক হে, তোমার আমার নতুন বছর।' শুভ হোক আমাদের নতুন বছর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।